এ যেন সরষের মধ্যেই ভূত! ভারতীয় সেনায় আইএসআইয়ের চর ঢুকে পড়ছে! এবার এমনই বিস্ফোরক অভিযোগ শুনে আশঙ্কা প্রকাশ করে তড়িঘড়ি সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
কিছুদিন আগেই ব্যারাকপুরের সেনা শিবিরে দুই বহিরাগতকে ধরা হয়েছিল যাদের সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ ছিল বলে দাবি করা হয়। এরপরই ভারতীয় সেনাবাহিনীতে আইএসআইয়ের চর ঢুকে পড়ছে এই অভিযোগ তুলে বিষ্ণু চৌধুরী নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা করলে তা বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে যায়। সমস্ত অভিযোগ শুনে দ্রুত সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি মান্থা।
বিচারপতি মান্থা বলেন, সিআইডি যেমন তদন্ত করছে তেমন চলবে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাকেও বিষয়টা অনুসন্ধানের নির্দেশ দেন তিনি। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, ‘দেশের নিরাপত্তায় সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। তদন্ত এজেন্সিদের সহযোগিতা করতে হবে সেনাবাহিনীকে। সিআইডি যে তদন্ত করেছে তাতে অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে।’
প্রসঙ্গত, মঙ্গলবার মামলার শুনানির দিন ছিল। তাতে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী বলেছেন, ‘অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে। আমরা যা পেয়েছি তাতে অভিযোগ গুরুতর। যথেষ্ট সিরিয়াস ইস্যু। সিআইডি বেশ কিছু তথ্য পেয়েছে। আমাদের তথ্য অনুযায়ী ইতিমধ্যে সেনার তরফে অভিযুক্ত একজনকে ধরা হয়েছে। কিছু পদক্ষেপ করেছে সেনা। কিন্তু গ্রেফতার না আটক সেটা বলতে পারব না।’
আইনজীবীর আরও দাবি, উত্তরপ্রদেশ, বিহার, অসম সহ অনেক রাজ্যের যোগ আছে এখানে। একটি ছাপাখানাও চিহ্নিত করা হয়েছে যেখানে জাল ও ভুয়ো শংসাপত্র ও অন্যান্যনথি ছাপানোর কাজ হয়েছিল। সবটা শুনে বিচারপতি মান্থা বলেন, ইস্টার্ন কমান্ড-এর জিওসি এবং মিলিটারি পুলিশকেও মামলার তদন্ত করতে হবে। সেনা ও কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো একযোগে তদন্ত করবে। তদন্ত প্রক্রিয়া কতদূর এগোল তা পরবর্তী শুনানিতে সিবিআই ও সিআইডিকে জানাতে হবে। আগামী ২৬ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।