ভোট-পূর্ববর্তী আবহে অভিনব চিত্রের সাক্ষী রইল বনগাঁ। এবার দেখা গেল বিজেপি-কংগ্রেসের জোট প্রার্থীর জন্য ব্যানার, দেওয়াল লিখন! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। তুঙ্গে বিতর্কের ঝড়। এ নিয়ে ফেসবুক পোস্টে অধীর চৌধুরীকে বিঁধলেন দেবাংশু ভট্টাচার্য। বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রামে ২৫০ নম্বর বুথে নাকি জোট প্রার্থী নাকি বিজেপি ও কংগ্রেসের। ইতিমধ্যেই দুই প্রার্থীর নাম, ছবি ও দলের প্রতীক দিয়ে দেওয়াল লেখা হয়েছে একাধিক জায়গায়। টানানো হয়েছে পোস্টার। বিজেপি-কংগ্রেসের এই জোটের বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই চরমে তরজা।
ফেসবুকে দেবাংশু লিখেছেন, “অধীর বাবু, সোনিয়া গান্ধী জানেন যে লুকিয়ে লুকিয়ে তাঁর শত্রুর সাথে রাজনৈতিক প্রেমে মত্ত হয়েছেন? প্রেম করলে মা”কে জানিয়ে করতে হয়..পরকীয়া ধরা পরার স্থান: সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত, বনগাঁ পঞ্চায়েত সমিতি, বাগদা বিধানসভা।” এবিষয়ে বিজেপি প্রার্থী শিল্পী বালা বলেন, তিনি বিজেপি টিকেটে দাঁড়িয়েছেন। কারা এসব করেছে তাঁর জানা নেই ৷ এসব বিরোধীদের কাজ হতে পারে বলে ধারণা তাঁর। কংগ্রেস প্রার্থী পবিত্র সরকার বলেন, “আমি কংগ্রেসের হয়ে লড়াই করছি। আমার সঙ্গে কারও কোনও জোট নেই৷ আমরা প্রত্যেকেই চাই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হোক। মানুষ যেন নিজের ভোটটা দিতে পারে ৷” এই ব্যানার ও দেওয়াল লিখনের বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল প্রার্থী সবিতা রানী বিশ্বাস। “হেরে যাওয়ার ভয়ে গ্রামে বিজেপি- কংগ্রেসের একটা অশুভ আঁতাত হয়েছে ৷ ওরা একসঙ্গে দেওয়াল লিখেছে, ব্যানারটা টানিয়েছে”, বক্তব্য সবিতাদেবীর।