পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। চলল বোমা-গুলিও! গুলিবিদ্ধ হলেন ৪ তৃণমূল কর্মী। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে দু’পক্ষই। ঘটনাস্থল সেই ডোমকল।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে নেমেছে পড়েছেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরাও। পিছিয়ে নেই নির্দলরাও। ব্যতিক্রম নয় মুর্শিদাবাদও।
স্থানীয় সূত্রে খবর, এদিন ডোমকলের জোতকানাই এলাকার তুলসীপুর ভোটের প্রচার করছিলেন স্থানীয় সিপিএম কর্মীরা। তৃণমূলের অভিযোগ, সেই মিছিল থেকে তাঁদের উপর হামলা চালানো হয়। সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ! কেন? দু’পক্ষের মধ্য়ে সংঘর্ষ বেধে যায়। এরপরই নাকি গুলি চলে! যাঁরা গুলিবিদ্ধ হন, তাঁদের প্রথম নিয়ে যাওয়া হয় ডোমকল হাসপাতালে। পরে সকলকেই স্থানান্তরিক করা হয় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দ্রুত খালি করে দেওয়া হয় এলাকা। তবে কীভাবে গুলি চলল? কারা গুলি চালাল? তা স্পষ্ট নয় এখনও। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।