ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছে শাসকদল তৃণমূল। ১০০ দিনের কাজের বকেয়া থেকে বঞ্চিত রাজ্য। কিছুদিন আগেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে কলকাতার রাজপথে ধর্নাতে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পঞ্চায়েত ভোটের প্রচারেও কেন্দ্রের সেই বঞ্চনার অভিযোগ তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বকেয়া না মেটালে দিল্লী অচল করে দেবেন, এমনই হুঁশিয়ারি দিলেন তিনি। এদিন নদিয়ার কৃষ্ণগঞ্জের হাঁসখালির মঞ্চ থেকে একাধিক ইস্যুতে মোদী সরকারকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বলেন, বারবার বলা সত্ত্বেও কেন্দ্র সাধারণ মানুষের প্রাপ্য অর্থ আটকে রেখেছে। দিনের পর দিন নানা ভাবে প্রতিবাদ জানিয়েও মেলেনি কোনও সমাধান।
পাশাপাশি, অভিষেকের কথায়, “শুনুন নরেন্দ্র মোদী, আপনার দম্ভ ও অহংকার ভাঙতে ১০ সেকেন্ডও সময় লাগবে না সাধারণ মানুষের। এই মানুষই মোদীকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। তাঁরাই তাঁকে সরিয়ে দিতে পারে।” এরপরই তিনি জানিয়ে দেন, আপাতত পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ততা রয়েছে। নির্বাচন মিটলেই এক-দেড়মাসের মধ্যেই দিল্লীতে গিয়ে বকেয়া আদায় করে আনবেন তিনি। জনতার উদ্দেশে অভিষেকের স্পষ্ট বক্তব্য, “গায়ের জোরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র। এক থেকে দেড়মাসের মধ্যে দিল্লী চলো ডাক দেব। ১০ লক্ষ বঙ্গবাসীকে নিয়ে গিয়ে দিল্লী অচল করে দেব। প্রাপ্য ছিনিয়ে আনব। কথা দিচ্ছি। আপনারাও যাবেন তো?” উল্লেখ্য, এর আগেও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ‘দিল্লী চলো’ ডাক দিয়েছিলেন অভিষেক। এবার দিল্লী অচল করার বার্তা দিয়ে পঞ্চায়েত নির্বাচনে গেরুয়াশিবিরকে ফের চাপে ফেলতে চাইলেন তিনি, এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিরা।