একটানা বৃষ্টির জেরে আগেই বিকল হয়েছে আসামের ‘ডবল ইঞ্জিন’। সেখানে ইতিমধ্যেই বিজেপি সরকারের হাতের বাইরে পরিস্থিতি। এবার প্রবল বর্ষণের জেরে আরেক ‘ডবল ইঞ্জিন’ রাজ্য উত্তরাখণ্ডেরও বন্যা পরিস্থিতি তৈরি হল। রাজ্য প্রশাসন সূত্রে খবর, দুর্যোগের কবলে পড়ে ইতিমধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর রাজ্যের বহু জেলায় কমলা সতর্কতা জারি করেছে। নৈনিতাল, পিথোরাগড়, দেহরাদূন-সহ মোট সাতটি শহরে বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এমনকি গঙ্গার জলও বিপদসীমা ছুঁয়েছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী অঞ্চলে বাস করা মানুষদের নিরাপদ স্থানে সরে আসার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। চারধাম যাত্রায় বেরনো পুণ্যার্থীদেরও সতর্ক করেছেন তিনি। রবিবার রাজ্যের রুদ্রুপ্রয়াগ জেলায় ধস নামে। এই ঘটনায় মৃত্যু হয় ৫০ বছর বয়সী এক প্রৌঢ়ের। দু’টি গাড়ি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তরকাশী জেলায় ধস নেমে প্রাণ হারান ২০ বছরের এক যুবক।