রাজ্যে এবার থেকে পঞ্চায়েত নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। সোমবার কোচবিহারের পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভা থেকে একথা ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি বলেন, সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইলে তার ছবিটা তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এতদিন পঞ্চায়েতে আমরা সেভাবে বেশি গুরুত্ব দিইনি। কিন্তু এবারে দেখেছেন, কর্মীদের মতামত নেওয়া হয়েছে প্রায় ২ মাস ধরে। অভিষেকের নেতৃত্বে যুবরা এটা করেছে। ৯৯ শতাংশ জায়গায় হয়তো প্রার্থী ঠিক হয়েছে। ১ শতাংশ কেউ কেউ আছে, চুরিও করবে প্রার্থীও চাইবে। সেটা আমরা দিচ্ছি না’।
এর পর মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব। যাতে কেউ চুরি করতে না পারে। কাউকে এক পয়সাও দেবেন না। জনগণের যত প্রকল্প আছে সেজন্য সরকার ১ পয়সা আপনার থেকে নেয় না। এটা সরকারের টাকা। যদি কেউ টাকা চায় তার ছবিটা তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন। তারপরে আমি দেখব কার কতবড় ক্ষমতা’।