রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই ভোট। কিন্তু তার আগে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। কারণ কোথায় কত নির্দল বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সে বিষয়ে জেলা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল দল। আর সেই রিপোর্ট দেখেই এখন মাথায় হাত পড়েছে তাদের। কারণ জেলা থেকে আসা রিপোর্ট বলছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মিলিয়ে তাদের দলের হাজার খানেকের কাছাকাছি গোঁজ প্রার্থী রয়েছেন।
চাপের মুখে পড়ে ভোট ময়দান থেকে বিক্ষুব্ধরা না সরলে তাঁদের দল থেকে সাসপেন্ড বা বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে দলের রাজ্য নেতৃত্ব। গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানিয়ে জেলা নেতৃত্বগুলিকে পদক্ষেপ করতে বলেছেন তাঁরা। সকলকে লিফলেট বিলি করে দলীয় প্রার্থীকে সমর্থনের বার্তা দিতেও বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে দল থেকে বহিষ্কার করা হবে বলেও গোঁজদের সাফ জানিয়ে দিতে বলা হয়েছে। গোঁজ প্রার্থীরা মূলস্রোতে না ফিরলে তাঁদের যে কোনও ভাবে রেয়াত করা হবে না সেটাও স্পষ্ট করে দিতে বলা হয়েছে। দলের এই নির্দেশ অমান্য করে যে নির্দল প্রার্থীরা নির্বাচনের ময়দানে থাকবেন তাঁদের জন্য দলের দরজা বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।