কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। গত ৩ মে থেকে নতুন করে অশান্তি দানা বেঁধেছে এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে। আমজনতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী কারোরই নিরাপত্তা নিশ্চিত নয়। হাজার হাজার সেনা আধাসেনা নামিয়েও রাশ টানা যাচ্ছে না হিংসায়। এই পরিস্থিতিতে এবার মণিপুর নিয়ে বিজেপির ওপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়াল কংগ্রেস। প্রশ্ন তুলল মোদীর ‘নিরবতা’ এবং অমিত শাহর ভূমিকা নিয়েও!
মণিপুর সঙ্কট নিয়ে আলোচনা করার জন্য শাহ একটি সর্বদলীয় বৈঠক ডাকেন। বৈঠকে তিনি সব রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করে বলেছিলেন, রাজ্যের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। কিন্তু তা যে কেবল কথার কথা ছিল, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। এই আবহেই রাজ্যে হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রীর অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস আবারও বীরেন সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, বীরেন সিং যে কাজের নয় তা প্রমাণিত। তাঁর নেতৃত্বে মণিপুরে শান্তি ফেরানো সম্ভব নয়। কংগ্রেস ছাড়াও মণিপুরে শান্তির বিষয়ে আলোচনায় সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআই(এম) নেতা হান্নান মোল্লা, নীলোৎপল বসু, ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন এবং মণিপুরের বেশ কয়েকজন বিরোধী নেতা উপস্থিত ছিলেন। কেন্দ্রকে আক্রমণ করে সেখানে রমেশ বলেছিলেন মণিপুর জ্বলছে অথচ প্রধানমন্ত্রী মোদী চুপ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে নিশানা করার পাশাপাশি এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।