মোদী জমানায় বারবারই শিক্ষায় গৈরিকিকরণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ। ইতিমধ্যে এনসিইআরটি-র ইংরাজি মাধ্যমের বোর্ডগুলির পাঠক্রমের ‘ভার লাঘব করতে’ ইতিহাস বই থেকে বাদ দেওয়া হয়েছে মুঘল শাসনকাল। সেই বিতর্কের মধ্যেই শিরোনামে উত্তরপ্রদেশ বোর্ডের পাঠ্যক্রম। এবার ভারতের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের তালিকা থেকে বাদ পড়েছেন জহরলাল নেহেরু।
উত্তরপ্রদেশ বোর্ডের নয়া পাঠ্যক্রমে নেই ড. রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণনও। তবে বিনায়ক দামোদর সাভারকর আছেন স্বমহিমায়। যা নিয়ে স্বাভাবিক ভাবেই সমালোচনার ঝড় উঠেছে। এ প্রসঙ্গে যোগী রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষামন্ত্রী গুলাবি দেবীর সাফি, নেহরু বাদ পড়েছেন, কারণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী দেশের জন্য প্রাণ দেননি। তাহলে কোন যুক্তিতে সাভারকর আছেন তালিকায়? মেলেনি উত্তর।