একুশের বিধানসভা নির্বাচনের আগে গোটা বাংলা উত্তপ্ত হয়েছিল শীতলকুচি ঘিরে। এই কোচবিহারই যেন হয়ে উঠেছিল ভরকেন্দ্র। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ এবার তৃণমূলের টার্গেট। কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেন অভিষেক। আর এবার কোচবিহার দিয়েই ময়দানে নামলেন খোদ তৃণমূল নেত্রী।
সোমবার থেকেই প্রচারে ঝড় তোলেন তিনি। রবিবার বিকেলে কোচবিহার পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কোচবিহার জেলার দক্ষিণ কোচবিহার বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত এলাকায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো।
এদিন দলনেত্রী বলেন, ‘এতদিন পঞ্চায়েত নিয়ে গুরত্ব দেওয়া হয়নি। এবার আমাদের যুবরা ওপিনিয়ন নিয়েছে। ৯৯ শতাংশ প্রার্থী ঠিক হয়েছে। এবার থেকে আমরা পঞ্চায়েত নিয়ন্ত্রণ করব। কেউ যদি টাকা চায় আমাকে ছবিটা পাঠিয়ে দেবেন তারপর আমি দেখে নেব। আমরা চাই মানুষের পঞ্চায়েত।’
উত্তরবঙ্গে একাধিক জনসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহার জেলায় এই জনসভা করার পর তিনি জলপাইগুড়ির মালবাজারের উদ্দেশে রওনা দেবেন। সূত্রের খবর, মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করবেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দলীয় স্তরে সেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।