শুধু তাঁর নামটা মুখে আনেননি। কিন্তু তাতে বুঝতে অসুবিধা হল না যে, কে তাঁর নিশানায়? পঞ্চায়েত নির্বাচনের পয়লা প্রচারসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের তীব্র সমালোচনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার কোচবিহারের চান্দামারি হাইস্কুল মাঠের সভা থেকে মমতা বলেন, ‘একটা গুন্ডা কখনও হোম মিনিস্টার হয়? এখানে যখন বিএসএফ লোককে গুলি করে মেরে দিচ্ছে, তখন উনি আফ্রিকায় ঘুরছেন। তারপর ১০০ গাড়ির কনভয় নিয়ে ঢুকে পড়বেন ভোটে’। মমতা মনে করিয়ে দেন, পঞ্চায়েত ভোটের সময়ে ওভাবে লম্বা কনভয় নিয়ে ঢোকা যাবে না।
কদিন আগে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটে গাড়ির ব্যবহার নিয়ে একটি নির্দেশিকা দিয়েছেন। তাতে বলা হয়েছে, ভোট প্রচারে বা মিছিলের জন্য গাড়ি ব্যবহার করতে গেলে আগে অনুমতি নিতে হবে। সীমিত সংখ্যায় গাড়ি ব্যবহারের অনুমতি দিতে পারে কমিশন।
রাজনৈতিক মহলের অনেকের মতে, এবারের পঞ্চায়েত ভোটে কোচবিহারে তৃণমূলের লড়াই মূলত নিশীথের বিরুদ্ধেই। আবার চব্বিশের ভোটের দশ মাস আগে পঞ্চায়েতকে হয়তো লিটমাস পরীক্ষা হিসাবে ধরছেন নিশীথ। সেই আবহে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে সরাসরি গুন্ডা বলে আক্রমণ শানিয়েছেন মমতা।