বিতর্ক পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। এবার ট্রেনের ছাদ ভেদ করে ভিতরে পড়ল বৃষ্টির জল! তা-ও আবার এসি কামরায়! প্রকাশ্যে এসেছে একটি এক্সপ্রেস ট্রেনের ভিডিও। যা ঘিরেই তুঙ্গে শোরগোল। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এটি মুম্বই-অবন্তিকা এক্সপ্রেসের ঘটনা। ট্রেনটি মুম্বই থেকে ইনদোর যাচ্ছিল। শনিবার বৃষ্টির জল পড়ার ভিডিওটি প্রকাশ্যে এসেছে। যে কামরায় বৃষ্টির জল পড়ছিল, সেটি এসি টু টিয়ার।
উল্লেখ্য, উক্ত ভিডিওতে দেখা যাচ্ছে, এসির ভেন্ট দিয়ে ঝরঝরিয়ে জল পড়ছে যাত্রী আসনের মাঝে। এক যাত্রীকে দেখা গেল, সেই জল থেকে বাঁচতে কোণায় বসে আছেন। আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, সেই জল পরিষ্কার করছেন রেলের এক সাফাইকর্মী। ভিডিওটি ভাইরাল হতেই রেলের ব্যবস্থাপনা এবং যাত্রী পরিষেবা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’।