আর বেশি দেরি নেই। সামনেই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন। সদ্য শেষ হয়েছে মনোনয়নপত্র জমার দেওয়ার কাজ। বর্তমানে প্রচার ও শেষ লগ্নের প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। শীঘ্রই প্রচারে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে জনসংযোগ বাড়াতে ও গ্রামবাংলার মানুষের মন বুঝতে টানা দু’মাস ধরে জেলায় জেলায় ঘুরে বেরিয়েছেন তিনি। এই ‘নবজোয়ার যাত্রা’য় সাধারণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নির্বাচিত করেছেন। ১৬ই জুন সেই কর্মসূচি শেষের পর আবারও পঞ্চায়েত ভোটের প্রচারে নামছেন অভিষেক। আগামী ২৭ তারিখ দক্ষিণবঙ্গ থেকে প্রচার শুরু করছেন তিনি। নদিয়াতেই প্রথম সভা তাঁর। তৃণমূল সূত্রে অভিষেকের প্রচারসূচি নিয়ে পাওয়া তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক দিনক্ষণ :
১) ২৭শে জুন – নদিয়ায় সভা।
২) ৩০শে জুন – বীরভূমে সভা।
৩) ১লা জুলাই – দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারে সভা।
৪) ২রা জুলাই – মালদহে সভা।
৫) ৩রা জুলাই – পুরুলিয়ায় সভা।
উল্লেখ্য, টানা জনসভা, রোড শো, মিছিলে জনসংযোগ সারবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, আগামী ৩রা জুলাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও জনসভা করার কথা পুরুলিয়ায়। সেক্ষেত্রে ফের একমঞ্চে দেখা যেতে পারে মমতা-অভিষেককে। আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার প্রচারের রূপরেখা ইতিমধ্যেই ঠিক করে নিয়েছে তৃণমূল। গ্রামবাংলার ভোটের প্রচারে যাচ্ছেন দলের অভিজ্ঞ, জনপ্রিয় জনপ্রতিনিধিরাও। মাঠে নামছেন স্বয়ং দলনেত্রীও।উন্নয়নমূলক কাজের খতিয়ান জনসাধারণের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়াটাই মূল লক্ষ্য শাসকদলের।