পরিবহণক্ষেত্রে ফের তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার কলকাতার ধর্মতলায় মাল্টি-মডেল ট্রান্সপোর্ট হাব তৈরি করতে চাইছে রাজ্য। এর পাশাপাশি ধর্মতলা বাসস্ট্যান্ড সাঁতরাগাছিতে স্থানান্তরিত করা নিয়েও পরিকল্পনা চলছে। ধর্মতলা বাসস্ট্যান্ড সংক্রান্ত মামলায়, কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। ভিক্টোরিয়া স্মৃতিসৌধকে দূষণ থেকে বাঁচাতে, ধর্মতলা বাসস্ট্যান্ড সরানোর আর্জিতে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।
প্রসঙ্গত, গত ৯ই জুন মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকার, ধর্মতলা বাসস্ট্যান্ড সরানো নিয়ে রাজ্যের ভাবনা জানাতে নির্দেশ দিয়েছিল। রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, সাঁতরাগাছির পাশাপাশি অন্য বিকল্পের কথাও ভাবা হচ্ছে। ধর্মতলাতে মাল্টি-মডেল পরিবহণ হাব তৈরির বিষয়টি এখন বিবেচনাধীন। উল্লেখ্য, ২০০৭ সালে ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও নির্দেশের বদল হয়নি। তবে বাসস্ট্যান্ড সরানোর জন্যে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি এখনও।