বাংলার সঙ্গীতমহলে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন ‘মহীনের ঘোড়াগুলি’র অন্যতম সদস্য তাপস দাস ওরফে ‘বাপিদা’। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। রাজ্যের তরফে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।
উল্লেখ্য, তাপসবাবুর চিকিৎসার সাহায্যার্থে এসময়ের সঙ্গীতশিল্পীরাও এগিয়ে এসেছিলেন। আজ, রবিবার, বেলা এগারোটা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছেন শিল্পীরা।