বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর ‘হোসেন ওবামা’ টুইট নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সারা দেশজুড়ে। শুক্রবার, অসমের মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন, “ভারতে অনেক হোসেন ওবামা রয়েছেন। ওয়াশিংটনে যাওয়ার আগে আমাদের তাদের যত্ন নেওয়ার দিকে অগ্রাধিকার দেওয়া উচিত। আমাদের অসম পুলিশ অগ্রাধিকার দিয়ে কাজটি করবে।” প্রসঙ্গত, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই সপ্তাহে একটি টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, সংখ্যালঘু মুসলিমদের রক্ষা করা নিয়ে সচেতন হতে হবে হিন্দুপ্রধান ভারতের সরকারকে। তা না হলে যেকোনও দিন ভেঙে পড়তে পারে ভারত। এই সাক্ষাৎকারটি নিয়ে টুইটারে এক সাংবাদিক কটাক্ষ করে লিখেছিলেন, এবার না গুয়াহাটিতে ওবামার বিরুদ্ধে এফআইআর হয়ে যায় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য। এবার ওয়াশিংটনে তাঁকে গ্রেফতার করতে উড়ে যাবে অসম পুলিশ। এরপরই সেই টুইটের জবাব দেন অসমের মুখ্যমন্ত্রী। যেখানে তিনি ‘হোসেন ওবামা’ টুইটটি করেন।
উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মার এহেন মন্তব্যের নিন্দা করে, শিবসাগরের বিধায়ক অখিল গগৈ মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছেন। তাঁর টুইটটিকে ‘অর্থহীন’ বলে অভিহিত করেছেন তিনি। একটি ভিডিও বার্তায় অখিল বলেছেন, “হিমন্ত বিশ্ব শর্মা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে একটি বিকৃত সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। এমন মন্তব্য করার অভ্যাস তাঁর আছে। আমি হিমন্ত বিশ্ব শর্মার ভাই এবং আসম বিধানসভার একজন সহকর্মী বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বারাক ওবামার কাছে ক্ষমা চাইছি।” তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্যগুলি কেবল অসাংবিধানিকই নয়, এগুলি আসলে দেশের আইনের বিরুদ্ধে। শিবসেনা নেত্রী( উদ্ধব গোষ্ঠী) প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করে জানিয়েছেন, “বারাক থেকে হোসেন। একজন বিজেপি মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন বারাক ওবামার মন্তব্যটা ভুল ছিল না।” হিমন্তকে নিন্দায় বিঁধতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলেও। “২৪ ঘণ্টা আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতে কোনও বৈষম্য নেই। আর তাঁর দলের একজন মুখ্যমন্ত্রী ওবামাকে হোসেন ওবামা বলে উল্লেখ করে দিলেন। এমনকী রাজ্য পুলিশকে তাঁদের দেখে নেওয়ার কথা বলছেন”, অসমের মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে বক্তব্য সাকেতের।