২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিরোধী জোটের সলতে পাকানো। জোরকদমে চলছে প্রস্তুতি। শনিবার পাটনায় অনুষ্ঠিত বিরোধীদের মহাজোট বৈঠকে একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলায় সায় দিয়েছে বিরোধী দলগুলি। সবার গলাতেই ছিল একত্রিত হয়ে লড়াইয়ের সুর। টার্গেট হিসেবে ১২ রাজ্যের ৩৫০টি লোকসভা আসনকে প্রাথমিকভাবে বাছা হয়েছে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, দিল্লী, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং কর্ণাটকের মতো রাজ্যগুলিতে বিরোধীদের প্রভাব যথেষ্ট। সে’কারণে বেছে নেওয়া হয়েছে এই রাজ্যগুলিকেই।
রাজনীতির কারবারিদের মতে, উক্ত রাজ্যগুলিতে একের বিরুদ্ধে এক অঙ্কে নির্বাচন হলে ১৮৫-১৯০টি আসন যেতে পারে বিরোধীদের ঝুলিতে। কেউ কেউ অনুমান করছেন, আড়াইশোর গণ্ডি পেরোতে পারে আসন সংখ্যা। সাফ কথায়, সঠিক পথে জোট হলে নিশ্চিহ্ন হবে পদ্ম-আধিপত্য, এমনই ধারণা বিরোধীদের। পাশাপাশি, বিশেষজ্ঞদের মতে, একের বিরুদ্ধে এক ফর্মুলায় গেলে কংগ্রেসকে অনেক বেশি আসন ছাড়তে হবে। বাংলাসহ সাত-আটটি রাজ্যে কোন অঙ্কে আসন সমঝোতা হবে? কোন পথে হাঁটবে হাইকমান্ড? আগামী বৈঠক হবে সিমলায়। আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।