ভোট-পূর্ববর্তী আবহে ফের উত্তাপ ছড়াল মুর্শিদাবাদে। এবার রানিনগরে তৃণমূলের চারজন কর্মী জখম হলেন। তাঁদের জখমদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শনিবার রাত এগারোটা নাগাদ ওই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের মালীবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের মরিচা গ্রামে। ওই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জখমদের নাম তাইজুল ইসলাম (৫২), টিয়ারুল ইসলাম (৪৪), তারিকুল ইসলাম (২৬) ও আমগীর শেখ (২৪)। তাদের বাড়ি ওই মরিচাতেই। পুলিশ ওই ঘটনায় ৭ জনকে আটক করেছে বলে জানিয়েছে সূত্র।
এপ্রসঙ্গে রানিনগর ২ ব্লকের যুব তৃণমূলের সভাপতি মিজান হাসান জানান, “আমাদের কর্মীরা ভোটপ্রচার করছিল। তখন কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের মারধর করে। লাঠি ও আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মেরে চারজনেরই মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক।” ওই অবস্থায় তাঁদের উদ্ধার করে রানিনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁদের। ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা জানান, ইতস্তত বিক্ষিপ্তভাবে বোমাবাজিও হয়। তার মধ্যেই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।