কয়েক মাস আগেই মথুরার রাধা দামোদর মন্দিরে হাফপ্যান্ট, বারমুডা, ছেঁড়া জিনস, মিনি স্কার্ট পরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এবার মথুরার রাধারানি মন্দিরে জারি হল পোশাক নিয়ে একই রকম নির্দেশিকা। হাফপ্যান্ট, বারমুডা, মিনি স্কার্ট পরে দেবালয়ে প্রবেশ নিষিদ্ধ করল মন্দির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এই বিষয়ে একটি নির্দেশিকা মন্দিরের গেটের বাইরে টাঙিয়ে দেওয়া হয়। রাধারানি মন্দির কর্তৃপক্ষের অন্যতম রাসবিহারী গোস্বামী জানিয়েছেন, ‘এই মুহূর্তে পোশাক নিয়ে একটি নির্দেশিকা মন্দিরের বাইরে টাঙানো হয়েছে। সামনের সপ্তাহের মধ্যেই কঠোরভাবে এই নতুন নিয়ম কার্যকর করা হবে।: মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আরও বলা হয়েছে, মন্দিরের ভেতর ছেঁড়া জিনস ও রাত পোশাকও পরে ঢোকা যাবে না।