সাম্প্রতিক সময়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল। মর্মান্তিক দুর্ঘটনা-সহ আরও অন্যান্য কাণ্ডে সংশয়ের সম্মুখীন হয়েছে রেলের ভূমিকা। এবার শক্তিগড় স্টেশনে ডাউন মেইন লাইনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটল। দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া-দিল্লী রাজধানী এক্সপ্রেসকে। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মেইন লাইনে একটি লোকাল ট্রেন যাওয়ার সময় ওভারহেড এর তার ছিঁড়ে পড়ে। ছেঁড়া তার পাশের লাইনেও চলে আসে। সেই সময় আপ লাইন দিয়ে রাজধানী এক্সপ্রেস আসছিল। দুর্ঘটনা বা যান্ত্রিক গোলযোগ এড়াতে শক্তিগড় স্টেশনেই দিল্লীগামী রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয়।
এরপর দ্রুত লাইনের উপর থেকে ছেঁড়া তার সরিয়ে ফেলেন রেলের ইলেট্রিক্যাল অফিসারেরা।এরপরই আপ লাইন দিয়ে রাজধানী এক্সপ্রেসকে রওনা করিয়ে দেওয়া হয়। রেল সূত্রে জানা গিয়েছে, ওভারহেডের তার ছেঁঁড়ার ফলে প্রায় ৩০ মিনিট দাড়িয়ে থাকে হাওড়া-দিল্লী রাজধানী এক্সপ্রেস। এই বিড়ম্বনার ফলে বর্ধমান স্টেশনে ৮ নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান কাটোয়া ট্রেনের যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হয়। ৮ নম্বর প্লাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন যাত্রীরা। প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের। অনেককে ২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সন্ধে ৭টা ৪১ মিনিটে মিনিটে বর্ধমান-কাটোয়া লোকাল আসে ৮ নম্বর প্ল্যাটফর্মে। তারপর কাটোয়া শাখায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।