২০২৩-এ ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় ক্রিকেট দলের সামনে। রয়েছে এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ। তবে সব ঠিকঠাক থাকলে এশিয়ান গেমসেও অংশ নিতে পারে টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে, পুরুষ ও মহিলা ভারতীয় দলকে এশিয়ান গেমসে পাঠানোর চিন্তাভাবনা করছে বিসিসিআই। আগামী ২৩শে সেপ্টেম্বর চীনের হ্যাংঝাও শহরে বসবে এবারের এশিয়ান গেমসের আসর। চলবে ৮ই অক্টোবর পর্যন্ত। যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ২২ গজের লড়াই। আর সেই লড়াইতেই ভারতের তরফে মহিলাদের এ টিমকেই পাঠাতে পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে রোহিত শর্মাদের হয়তো এশিয়ান গেমসের মঞ্চে দেখা যাবে না। কারণ যা ঠিক আছে, তাতে আগামী ৫ই অক্টোবর থেকে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। তাই ভারতীয় পুরুষদের বি দল অংশ নিতে পারে এই প্রতিযোগিতায়। তবে শেষমেশ কোন দল পাঠানো হবে, তা আগামী ৩০শে জুন চূড়ান্তভাবে জানিয়ে দেবে বোর্ড।
উল্লেখ্য, বিগত ২০১০ এবং ২০১৪ সালে এশিয়ান গেমসের অংশ ছিল ক্রিকেট। যদিও তাতে ভারত অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে আবার ক্রিকেটকে বাদ দিয়েই হয় এশিয়ান গেমস। অর্থাৎ এই প্রতিযোগিতায় একটি সংস্করণের পর ফিরতে চলেছে ২২ গজের লড়াই। গত বছরই চীনে এশিয়ান গেমসের আসর বসার কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর কারণে তা স্থগিত হয়ে যায়। এবছর আয়োজিত হতে চলেছে সেই প্রতিযোগিতা।