রাজ্যে যে সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেখানে বিজেপি শক্তিশালী হলে দলের কর্মীরাই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করবেন। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এমনকী সন্ত্রাস হলে কংগ্রেসও প্রতিরোধ করবে বলে মন্তব্য করেন তিনি। তবে সুকান্তবাবুর মুখে শোনা যায়নি বামেদের নাম।
শনিবার সুকান্তবাবু বলেন, ‘বিধানসভা ভোট যে ভাবে হয়েছে সেভাবে পঞ্চায়েত ভোট হওয়া উচিত ছিল। তাহলে কেন্দ্রীয় বাহিনী সঠিক ভাবে মোতায়েন করা যেত। কিন্তু সন্ত্রাস হলে বিরোধীরা চুপ করে বসে থাকবে না। যেখানে বিজেপি শক্তিশালী সেখানে আমাদের কর্মীরা প্রতিরোধ করবে। যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে তারা প্রতিরোধ করবে। যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেখানে আমাদের কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা গ্রহণ করবে।’
পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘সুকান্তবাবুর বড় দুর্দিন পড়েছে। তাই কংগ্রেসকে দলে টানতে হচ্ছে। সারা রাজ্যে প্রত্যেক ভোটারপিছু একজন করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আর প্রতি বুথে এক এক দফায় ভোট করেও বিরোধীরা জিততে পারবে না।’