ঝাড়গ্রাম জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার রাজ্যেরই এক জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত ঝাড়গ্রামের আদালতে সুইপার পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। জেলা আদালতে এই চাকরির জন্য ১লা জানুয়ারি, ২০২৩-এর হিসেব অনুযায়ী আবেদনকারীদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। এই পদে চাকরি মিললে দৈনিক বেতন হবে ৪০৪ টাকা। ‘নো ওয়ার্ক নো পে’ হিসেবে বেতন দেওয়া হবে। এই পদে আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনোলড করে নিতে হবে। তারপর সেই আবেদনপত্রটি যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। পরে আবেদনপত্রটি নিয়ে নির্ধারিত দিনে নির্দিষ্ট জায়গায় পৌঁছ যেতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে ক্লিক করতে হবে নিম্নোক্ত লিঙ্কে :
https://jhargram.gov.in/notice_category/recruitment/
এই চাকরি সংক্রান্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ক্লিক করতে হবে এই লিঙ্কে :
https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2023/06/2023062171.pdf
ইন্টারভিউ-কেন্দ্রের ঠিকানা :
Office of the District Legal Services Authority, Ghoradhara, Jhargram, West Bengal 721514
ইন্টারভিউয়ের তারিখ :
৫ জুলাই, ২০২৩। সকাল সাড়ে ১০টার মধ্যে পৌঁছে যেতে হবে আবেদনকারীদের।