বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে দেশের বিরোধী দলগুলি জোটবদ্ধ হয়ে শুক্রবার পটনায় বৈঠকে বসতে চলেছে। বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে বিহারে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী বৈঠকের মূল সূর বেঁধে দিলেন তিনি। বিজেপিকে পরাস্ত করতে একসঙ্গে চলার বার্তা দিলেন কংগ্রেস নেতা।
শুক্রবার পাটনায় পৌঁছে রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি বিদ্বেষ ছড়াচ্ছে এবং দেশকে বিভক্ত করছে। কংগ্রেস দেশকে একত্রিত করতে এবং ভালবাসা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে।’ পাশাপাশি তিনি বলেন, ‘তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে আমরা জিতব এবং বিজেপিকে আর কোথাও দেখা মিলবে না। আমরা জিতব কারণ আমরা দরিদ্রদের পাশে আছি।’ তিনি আরও বলেন, ‘বিজেপি ঘৃণা, হিংসা ছড়াতে এবং দেশ ভাঙতে কাজ করছে। আমরা ভালোবাসা ছড়িয়ে দিতে এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করছি। বিরোধী দলগুলো আজ এখানে এসেছে এবং একসঙ্গে আমরা বিজেপিকে পরাজিত করব।’
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এদিন বৈঠকে যোগ দিতে পটনায় পৌঁছেছেন। তিনি বলেন, ‘আমি সবাইকে তাদের মতবিরোধ ত্যাগ করে গণতন্ত্রকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি।’