রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই ভোট। আর তার আগে আদালতে স্বস্তি পেল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। এবার কমিশনের আবেদনে সাড়া দিয়ে পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।
প্রসঙ্গত, গত ১২ জুন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলাদা করে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের অভিযোগ, নির্বাচন কমিশনের কাজে নজরদারি করার জন্যই এই পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এমনটাই দাবি করে আদালতের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। কেন এই অতিসক্রিয়তা? সেই প্রশ্নও তোলা হয়।
শুক্রবার ছিল রাজ্যের করা সেই মামলার শুনানি। রাজ্যের তরফে দাবি করা হয়েছিল যে, একটি বিধিবদ্ধ সংস্থার ওপর আরেকটি বিধিবদ্ধ সংস্থা এভাবে নজরদারি করতে পারে না। নির্বাচনে যে কোনও ধরনের পর্যবেক্ষক নিয়োগের ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের আছে। তাই নিয়ম না মেনে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের বক্তব্য শোনার পরেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন।