এবার রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দিতে উদ্যোগী হল মমতা সরকার। ইতিমধ্যেই সেই মর্মে বিকাশ ভবন থেকে জেলাগুলিতে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দ্রুততার সঙ্গে যাতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ্য, বেতন-ছাড়া অন্যান্য বকেয়া টাকা নিয়ে রাজ্যের সরকারি স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি-দাওয়া ছিল দীর্ঘদিন ধরে। এবার সেই দাবি মেটাতে উদ্যোগী হল শিক্ষা দফতর।
মূলত, কারও যদি পদোন্নতি, ট্রান্সফার বা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে দেরি হয়, সেক্ষেত্রে কিছু টাকা বকেয়া হয়ে যায়। এর পাশাপাশি এরিয়ার-বাবদ বকেয়া টাকাও থাকে। এক্ষেত্রে কারও কারও ক্ষেত্রে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত টাকা বকেয়া ছিল বলে খবর। সেই সব টাকা মিটিয়ে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিকাশ ভবন থেকে। এই সংক্রান্ত একটি চিঠিতে বিকাশ ভবন থেকে জেলার স্কুল ইনস্পেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে সব সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের এরিয়ার-বাবদ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য।
তবে যেসব ক্ষেত্রে টাকা স্যাংশন হওয়ার পরও তিন বছর বা বেশি সময় ধরে নেওয়া হয়নি, সেগুলি আপাতত এই না ছাড়ার কথা বলা হয়েছে চিঠিতে। রাজ্যের শিক্ষক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে রাজ্যের শিক্ষকদের পাশেই রয়েছে, তা তাদের এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সদিচ্ছা থেকেই স্পষ্ট। কারণ, এই ইস্যুগুলি নিয়ে দীর্ঘদিন ধরে সরব হচ্ছিলেন রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ।