আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। আর তার আগে বিরোধী জোটের সলতে পাকাতে আজ বিহারের পাটনায় অনুষ্ঠিত হতে চলেছে বিরোধী দলগুলির মেগা বৈঠক। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, তেজস্বী যাদব, মেহেবুবা মুফতি, ফারুখ আবদুল্লাহ, এম কে স্ট্যালিন, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, কে থাকছেন না বৈঠকে। সামান্য সংশয় অরবিন্দ কেজরিওয়ালকে তৈরি হয়েছিল নিয়ে। শোনা যাচ্ছে শেষ মুহূর্তে কেজরিওয়ালও আসবেন।
বিরোধীদের জোটের এমন বৈঠক আগেও হয়েছে। কিন্তু এবার বিজেপি বিরোধিতার তাগিদটাই যেন ভিন্ন। সোনিয়া, মমতা, লালু, নীতীশ, পাওয়ার, উদ্ধব, স্ট্যালিন, রাহুল, সীতারাম ইয়েচুরি, অখিলেশ, হেমন্ত, দীপঙ্কর কে নেই ব্যানারে। এমনকী, কেজরিওয়ালও। সবার নানা বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মহাজোটের প্রশ্নে ঐক্যের মুখ। তদুপরি বৃহস্পতিবার বিকেলে পাটনা পৌঁছেই ঐক্যের সুরটা উসকে দিলেন সেই মমতাই। আবার বিজেপির বিরুদ্ধে ১:১-এর ডাক দিয়ে বললেন, ‘আমরা যৌথ পরিবার। সবাই এককাট্টা। বৈঠকে সবাই আলোচনা করবে। বিজেপির বিরুদ্ধে একসঙ্গে আমরা চলব।’