গতকাল ছিল বৃহস্পতিবার। আর সেই লক্ষ্মীবারেই বড়সড় ক্ষতির মুখ দেখলেন শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। একদিনে সেনসেক্স কমেছে ২৮৪ দশমিক ২৬ সূচক। যার ফলে বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৩৮ দশমিক ৮৯ পয়েন্টে। সেনসেক্সের পাশাপাশি ধাক্কা খেয়েছে ৮৫ দশমিক ৬০ পয়েন্ট। যার ফলে নিফটি কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭১ দশমিক ২৫ পয়েন্টে। একদিনেই দুই লক্ষ কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা।
এর আগে বুধবারই সর্বকালীন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল সেনসেক্স। ফলে বিনিয়োগকারীদের চোখেমুখে হাসি ফুটে উঠেছিল। গতকাল সকালে ৬৩ হাজার ৬০১ দশমিক ৭১ সূচক নিয়ে খুলেছিল বাজার। কিন্তু সামান্য পরেই হু-হু করে নিচে নামতে থাকে বাজার। দুপুর একটা নাগাদ এক ধাক্কায় ৬৩ হাজার ২৮৩ সূচকে নেমে যায় সেনসেক্স। ফলে সিঁদূরে মেঘ দেখেন বিনিয়োগকারীরা। দুপুর আড়াইটা নাগাদ আরও খানিকটা কমে ৬৩ হাজার ২৩৬ সূচকে নেমে যায়। তবে তার পরে আর পতন ঘটেনি। কিন্তু ততক্ষণে বাজার থেকে উধাও হয়ে গিয়েছে দুই লক্ষ কোটি টাকা।