রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটের কাউন্টডাউন। আর বেশি দেরি নেই। আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। বিভিন্ন দিকে প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন। নানাভাবে চলছে প্রচার, দেওয়াল লিখন। আর এবার সেই দেওয়াল লিখতে দেখা গেল খোদ রাজ্যের পঞ্চায়েত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে! রং-তুলি হাতে নিয়ে দেওয়াল লিখন সারলেন তিনি। দলীয় প্রার্থীর সমর্থনে এদিন কাঁকসার মোল্লাপাড়ায় তুলি হাতে নিয়ে দেওয়াল লিখন করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী। এদিন দুপুরে তৃণমূলে জেলা পরিষদের প্রার্থী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে কাঁকসার মোল্লাপাড়ায় দেওয়াল লেখেন মন্ত্রী। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কাঁকসার মোল্লাপাড়ায় একটি মিছিলও করেছেন তিনি।
উল্লেখ্য, এদিন মোল্লা পাড়ায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়েরও উদ্বোধন করেন প্রদীপ মজুমদার। তিনি এদিন বলেন, কিছুদিন আগেই তৃণমূলের নবজোয়ারে যে উদ্দীপনা ছিল, নির্বাচনে তার থেকেও বেশি উদ্দীপনা দেখা যাচ্ছে কর্মী সমর্থকদের মধ্যে। সাধারণ মানুষের সমর্থনে আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন, এমনটাই আশা প্রকাশ করেছেন পঞ্চায়েত মন্ত্রী। পশ্চিম বর্ধমান জেলার বেশিরভাগ পঞ্চায়েত এলাকাকেগুলি রয়েছে কাঁকসা এবং সংলগ্ন জায়গায়। এই সমস্ত পঞ্চায়েতগুলি মূলত জেলার জঙ্গলমহলের অংশে পড়ে। এই সমস্ত পঞ্চায়েতগুলি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অধীনস্থ। যে কেন্দ্রের বিধায়ক রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের সমর্থনে পঞ্চায়েত মন্ত্রীর প্রচার করতে আসায়, দলের প্রার্থী থেকে কর্মী-সমর্থক, সকলের মনোবল ও আত্মবিশ্বাস অনেকটা বাড়ল, এমনই মনে করছেন রাজনীতির কারবারিরা।