রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই ভোট। তবে তার আগে মুখ পুড়ল বামেদের। পঞ্চায়েত ভোটে সিপিআইএম প্রার্থী হিসাবে প্রতীক জমা দেওয়ার পরও এবার দল ছেড়ে তৃণমূল যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্য প্রার্থী। মুর্শিদাবাদের ফরাক্কার গাজিনগর-মালঞ্চ এলাকার ওই সিপিআইএম প্রার্থী বৃহস্পতিবার সকালে স্থানীয় তৃণমূল সাংসদের বাড়িতে গিয়ে ঘাসফুল শিবিরে নাম লেখান।
ফারাক্কার গাজিনগর পঞ্চায়েতে ২১০ নম্বর বুথে সিপিআইএম প্রার্থী হয়েছিলে আনিকুল শেখ। পেয়েছিলেন দলের প্রতীকও। কিন্তু বৃহস্পতিবার সকালে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করলেন তিনি। সেই সময় উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। মনোনয়ন জমা দেওয়ার পরও কেন সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তিনি, সে প্রসঙ্গে আনিকুল বলেন, ‘আমি ভুল করে সিপিআইএমের প্রার্থী হয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পরেছি। তাই তৃণমূলে যোগ দিলাম।’
তবে শুধু ফরাক্কাই নয়, মনোনয়ন পর্ব মিটতে গোটা রাজ্যজুড়েই শুরু হয়েছে বিরোধী শিবির ত্যাগ করে শাসক দলে নাম লেখানোর পালা। বুধবার যেমন বীরভূমের হাঁসন এলাকায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে প্রায় ৩০০ জন কর্মী সমর্থক। রীতিমতো অনুষ্ঠান করে হয় এই যোগদান পর্ব। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাঁসন বিধানসভার বিধায়ক অশোক চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য।