আগামী ৮ জুলাই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। আর সেই ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে একের পর এক মামলা ঠুকে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সব মামলার জেরেই বাংলায় আসতে চলেছে বড় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এবার এই বাহিনী নিয়েই বেশ চাপে পড়ে গিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকার। সূত্রের খবর, ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আর এসবের মধ্যেই সামনে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মতানৈক্য।
আদালতের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে। আদালত এটাও নির্দেশ দিয়েছে যে, বাংলায় এই কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পুরো খরচ বহণ করতে হবে কেন্দ্র সরকারকেই। সূত্রের দাবি, আদালতের এই নির্দেশে ইতিমধ্যেই চাপে পড়ে গিয়েছে মোদী সরকার। কারণ তাঁদের হিসাব ছিল বাংলায় যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নামুক না কেন তার খরচ চাপবে রাজ্য সরকারের ঘাড়েই। কিন্তু সেই ঘটনাই যে ব্যুমেরাং হয়ে তাঁদের ঘাড়ে চেপে যাবে সেটা ভেবেই পাননি মোদীশাহ-নাড্ডারা। কার্যত আদালতের নির্দেশে তাঁরা রীতিমত ধাক্কা খেয়েছেন ও তীব্র অস্তস্তিতেও পড়েছেন।
এদিকে রাজ্য নির্বাচন কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠালেও অমিত শাহের মন্ত্রক ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছে? কেন কম সংখ্যক বাহিনী পাঠানো হচ্ছে তা নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠে গিয়েছে তেমনি ১২টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্য নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল রাজ্য সরকার পঞ্চায়েত ভোটে ভিন রাজ্যের পুলিশ আনতে চায়। সেই আর্জি খারিজ করে আদালত কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানোর নির্দেশ দিয়েছে। আর তাই প্রশ্ন উঠেছে আদালতের নির্দেশ উপেক্ষা করে এখন কেন ১২টি রাজ্য থেকে ১৩৭ কোম্পানি স্পেশাল আর্মড পুলিশ ফোর্স বাংলায় পাঠানো হচ্ছে? এটা কী আদালত অবমাননা নয়? একই সঙ্গে প্রশ্ন উঠেছে, রাজ্য তো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক কেন ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে?
এরই পাশাপাশি বিজেপির অন্দরে ক্ষোভ ছড়িয়েছে শুভেন্দু অধিকারীকে ঘিরেও। সূত্রের দাবি, ক্ষুব্ধ অমিত শাহও। কারণ শুভেন্দু আবারও আদালতের দ্বারস্থ হচ্ছেন আরও বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়ে। আদালতের নির্দেশের জেরে কেন্দ্র সরকার এমনিতেই বড়সড় আর্থিক চাপে পড়ে গিয়েছে, এর ওপর ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কীভাবে পাঠানো যায় তা নিয়েই মাথার চুল ছেঁড়ার দশা শাহি মন্ত্রকের সেখানে শুভেন্দু চাইছেন আরও বাহিনী? কোথা থাকে আসবে তা? আর এই কারণেই শুভেন্দুর ওপর ক্ষুব্ধ শাহ। আর সেটাই ধরা পড়েছে সুকান্তের গলায়। তিনি সাফ জানিয়েছেন, ‘এত বাহিনী এক দফায় পাঠানো সম্ভব নয়। এক দফায় ভোট সম্ভব নয়। কয়েক দফায় হোক পঞ্চায়েত ভোট।’