কাশ্মীরে সুফি সাধক শেখ নুর উদ্দিন নুরানি যিনি আলমদার-ই কাশ্মীর বলে পরিচিত ছিলেন তাঁর সমাধিস্থলের চত্বরে যোগা দিবস পালনকে ঘিরে বিতর্ক তুঙ্গে। কাশ্মীরের বুগদাম জেলায় এনিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধছে।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, মহান সাধকের সমাধিস্থলে চত্বরে যোগা দিন পালন করা হল। উফ!
সেনা ও স্থানীয় ছাত্রছাত্রীদের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এই জায়গাটি চরার-ই-শরিফ নামে পরিচিত। সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে এই ছবি।
এদিকে জম্মু-কাশ্মীর ওয়াকফ বোর্ড এই সমাধিক্ষেত্রের দেখভাল করে। বোর্ড চেয়ারম্যান তথা বিজেপি নেতা দরক্ষণ অন্দ্রাবির ফোন সুইচড অফ। যোগাযোগ করা যায়নি। সেনা আধিকারিকরাও মুখ খুলতে চাননি।
শ্রীনগরের পুরসভার মেয়র আপনি পার্টির নেতা জুনায়েদ আজিম মাত্তু বলেন আমি সবসময় যোগার পক্ষে। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা মানা যায় না। ধর্মীয় স্থানকে পবিত্রতার সঙ্গে দেখা দরকার।