বিজেপি শাসিত রাজ্য আসাম। কিন্তু ‘ডবল ইঞ্জিন’ হওয়া সত্ত্বেও বিপর্যয়ের দিনে তা কোনও কাজেই লাগছে না। বরং ক্রমাগত অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। ইতিমধ্যেই তা হিমন্ত সরকারের হাতের বাইরে চলে গিয়েছে। একটানা বৃষ্টিতে ফুঁসছে ব্রহ্মপুত্র নদ ও তার একাধিক শাখানদী। জলের তোড়ে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা, জনজীবন, চাষের জমি। ২২ জেলা জুড়ে ঘরছাড়া প্রায় ৫ লক্ষ মানুষ।
আসামের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে বাকসা, বরাপেটা, দারাং, ধেমাজি, ধুবড়ি, কোকরাঝার, লখিমপুর, শোনিতপুর, উদালগিরি এবং নলবাড়ি। নলবাড়ির পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানকার ১০৮টি গ্রামের ৫০ হাজারেরও বেশি মানুষ সর্বস্ব হারিয়ে ত্রাণশিবিরে মাথা গুঁজেছেন। গবাদি পশু নিয়ে অসহায় আরও কয়েক হাজার। বন্যার বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।
এই অবস্থায় চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। জানা গেছে, আগামী কয়েক দিন আসামে এরকমই বৃষ্টি চলবে। রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নদীগুলি প্লাবিত হতেই থাকবে। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে সেনা, আধাসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও আপৎকালীন বাহিনী, স্থানীয় প্রশাসন সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।