ভূস্বর্গে সন্ত্রাস দমনে ফের মিলল সাফল্য। শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার মাচাল সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হল ৪ জঙ্গি। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ জঙ্গিকে খতম করা হয়। কাশ্মীর পুলিশের তরফে শুক্রবার এই বিষয়ে টুইট করে বলা হয়েছে, “পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে, কুপওয়ারার মাচাল সেক্টরের কালা জঙ্গলে চার জঙ্গি নিহত হয়েছে। নিহতরা পাক অধিকৃত জম্মু কাশ্মীর থেকে আমাদের দিকে অনুপ্রবেশের চেষ্টা করছিল।”
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে গত শুক্রবার জম্মু কাশ্মীরের কূপওয়ারায় ৫ বিদেশি জঙ্গিকে গুলি করে খতম করে ভারতীয় সেনা বাহিনী। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার ওই অভিযানে ৫ জঙ্গির নিহত হওয়ার খবরে নিশ্চয়তা দিয়ে বলেছিলেন, “কুপওয়ারার জুমাগন্ড এলাকায় এনকাউন্টারের ঘটনা ঘটেছে।” সেনা বাহিনী সূত্রে খবর, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি রয়েছে। তার পরেও প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের বিপুল সংখ্যক গোয়েন্দা তথ্য রয়েছে। ফলত চুক্তি রক্ষায় প্রশ্ন উঠছে পাকিস্তানের ভূমিকা নিয়ে।