মণিপুর নিয়ে অবশেষে সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। আগামীকাল, শনিবার এই বৈঠক হবে। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজিপ্টে থাকবেন। সর্বদল বৈঠকে স্বভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কংগ্রেসের বক্তব্য, পাহাড়ি রাজ্যটিতে অশান্তি শুরুর ৫২ দিনের মাথায় বৈঠক হতে যাচ্ছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী কেন থাকবেন না? তিনি বিদেশে থাকার সময় কেন এই বৈঠক ডাকা হল!
‘প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে নীরব, বৈঠকেও থাকবেন না। এর থেকে প্রধানমন্ত্রীর মন বোঝা যায় তিনি মণিপুরের সমস্যাকে কী চোখে দেখছেন’, শুক্রবার সকালে টুইটে বলেছেন রাহুল গান্ধী। তিনি এখন পাটনায়। সেখানে বিরোধী দলগুলির বৈঠকের শুরুতেই মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে। এই ব্যাপারে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছেন রাহুল ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কংগ্রেস চাইছে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকের দাবি উত্থাপন করতে। এই ব্যাপারে বাকি দলগুলির সঙ্গে আলোচনা করেই এগোতে চায় তারা। দলের দুই সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও কেসি বেণুগোপাল একাধিক টুইটে স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিরোধী দল চায় ‘নো মোদী নো মিট’।