আগামীকাল, অর্থাৎ শনিবার থেকেই রাজ্যের কলেজগুলিতে শুরু হতে চলেছে ভর্তি প্রক্রিয়া। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পদ্ধতি নিয়ে যে পরিকল্পনা চলছিল, এবার তা হচ্ছে না। পড়ুয়াদের সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এবার স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পঠন-পাঠনে অনেক পরিবর্তন করা হয়েছে। কলেজে ভর্তির আবেদন করার আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ১লা জুলাই থেকে কলেজে কলেজে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। ১৫ই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তাঁরা। এবারের ভর্তি প্রক্রিয়া নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে সেই কারণে উচ্চশিক্ষা দফতর পুরো বিষয়টি অনলাইনে করেছে। আবেদন থেকে ভর্তি পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে। পড়ুয়ারা একেবারে ক্লাস করতে কলেজ যাবেন, তার আগে সবকিছুই হবে অনলাইনে। ১৫ই জুলাই আবেদন জমা দেওয়া শেষ হলে শুরু হবে কলেজে কলেজে মেধা তালিকা প্রকাশ করা। উচ্চশিক্ষা দফতর জানিয়ে দিয়েছে, ২০শে জুলাইয়ের মধ্যে কলেজগুলিকে সব মেধাতালিকা প্রকাশ করে ফেলতে হবে।
উল্লেখ্য, ৩১শে জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। আগস্ট মাসের ১ তারিখ থেকে স্নাতকের নতুন বর্ষের ক্লাস শুরু করবে কলেজগুলি। এবারে কলেজে ভর্তি হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে। শুধু তাই নয়, আবেদনপত্রের জন্য কোনও পড়ুয়ার থেকে টাকা নেওয়া যাবে না। যদি যোগ্য প্রার্থী হয়, তবে সেই প্রার্থীকে কলেজ কর্তৃপক্ষ ইমেল বা চিঠি দিয়ে জানাবে। পুরো ভর্তি প্রক্রিয়াটিই কলেজগুলিকে করতে হবে অনলাইনে। ভর্তির জন্য কোনও প্রার্থীর কলেজে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইন পেমেন্ট বা সংশ্লিষ্ট ব্যাঙ্কের মাধ্যমে ভর্তির টাকা জমা দিতে হবে আবেদনকারীকে। চলতি শিক্ষাবর্ষ থেকে নয়া জাতীয় শিক্ষানীতি মেনেই তৈরি হচ্ছে স্নাতক ও স্নাতকোত্তরের সিলেবাস। স্নাতক হওয়ার জন্য এবার চার বছর পড়বেন পড়ুয়ারা। আর যদি স্নাতকোত্তর করতে চান, তো আরও এক বছর। তবে জেনারেল ডিগ্রির ক্ষেত্রে আগের মতোই তিন বছরে শেষ হবে কোর্স। এছাড়াও রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে একটি সুযোগ মিলছে। কোনও কারণে কোনও পড়ুয়া মাঝপথে যদি কলেজ ছেড়ে দেন, তাঁদের জন্যও পরে পড়াশোনা করার সুযোগ থাকছে। যে বর্ষে কলেজ পড়ুয়ারা কলেজ ছাড়বেন, চাইলে পরে সেই বর্ষেই ভর্তির সুযোগ থাকছে তাঁদের সামনে।