সামনেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। সরগরম রাজনীতির আবহ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। প্রচার ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এর মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ধরা পড়ল এক ভিন্ন চিত্র। পেশার স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে অন্য দলেরও দেওয়াল লিখছেন জয়নগরের পঞ্চায়েত ভোটে এসইউসিআই দলের প্রার্থী শিবুরাম দাস। উল্লেখ্য, একদা এসইউসিআই দলের দুর্গ হিসাবে পরিচিত ছিল জয়নগর। কিন্তু রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দলটি এলাকায় আর তেমন শক্তিশালী নয়। তবে একজন কর্মী হিসাবে একনিষ্ঠ ভাবে আজও পার্টিটা করেন শিবুরাম। এবার তিনি দলের নির্দেশেই পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন। তবে পেশায় যেহেতু তিনি লিখন শিল্পী, তাই ভোটের দেওয়াল লেখাও চালিয়ে যাচ্ছেন জোরকদমে।
উল্লেখ্য, নিজের দেওয়াল লেখার পাশাপাশি পারিশ্রমিকের বিনিময়ে অন্য রাজনৈতিক দলেরও দেওয়াল লিখছেন শিবুরাম। তৃণমূল-সিপিএম, বাদ নেই কেউ। ভোটে এলে সব রাজনৈতিক দল ছোটে তাঁর কাছে। দেওয়াল লেখার বরাত দেওয়ার জন্য। পেশার স্বার্থে দলমত নির্বিশেষে দেওয়াল লেখার কাজ নেন শিবুরাম। শিবুরামের কথায়, “এটা তো আমার পেশা। আমি সব রাজনৈতিক দলের হয়েই দেওয়াল লিখি। এসইউসি পার্টিকে আমি মনে থেকে ভালোবাসি। তাই দলের প্রার্থী হয়েছি। তা বলে আমি অন্য রাজনৈতিক দলে দেওয়াল লিখব না, তা হয় না। এটাতো আমার পেশা।” দল কখনও নিষেধ করেনি? এই প্রশ্ন উত্তরে শিবুরাম বললেন, “দল আমাকে কখন নিষেধ করেনি। আমি কাজ শেষ হয়ে গেলে দলের কাজ করি।” এলাকাবাসীরাও দীর্ঘদিন ধরে শিবুরাম দাসকে দেখছেন দেওয়াল লেখক হিসাবে। নিজে একটি রাজনৈতিক দল করলেও অন্য দলের দেওয়াল লেখেন একই নিষ্ঠায়। পেশা ও ভালোবাসার টানেই।