পঞ্চায়েত নির্বাচন-পূর্ববর্তী আবহে বিপাকে কংগ্রেস। হাত শিবিরের টিকিট পেয়েও মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে যোগদান করলেন প্রার্থী! বৃহস্পতিবার সঙ্গে ১৪৫ টি পরিবারকে নিয়ে পলাশিপাড়ার সাহেবনগর পঞ্চায়েতের বড়নলদহ ১০ নং বুথে ঘাসফুল শিবিরে যোগ দেন কংগ্রেস প্রার্থী আক্তার শেখ। পাশাপাশি, এদিন সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন আরও বেশ কয়েকটি পরিবার। জানা গিয়েছে, সাহেবনগর পঞ্চায়েতের ১০ নং বুথে কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা করেন আক্তার শেখ। কিন্তু পরবর্তীতে তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। কারণ হিসেবে জানিয়েছেন, গত বছর ওই বুথে কংগ্রেসের হয়ে জিতিয়েছিলেন তিনি। কিন্তু মানুষের সহযোগিতা বা উন্নয়ন করতে পারেননি। বেশ কিছু পরিবার নিয়ে আরিজুল শেখ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তিনি ১১ নম্বর বুথের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।
এদিন আরিজুলবাবু বলেন, “দলের মধ্যে মাতব্বরদের কথাই শেষ কথা, তাদের উপরে কথা বলার সাহস কারও নেই। আমাদের পরিবার সিপিএমের জন্ম লগ্ন থেকেই এই দলটা করে আসছে। সাধারণ মানুষের জন্য কিছুই করতে পারেনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে এই দলবদল।” এবিষযে তেহট্ট মুখ খুলেছেন ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বিশ্বাস। “নিজেদের ভুল বুঝতে পেরে জাতীয় কংগ্রেসের মনোনয়নপত্র প্রত্যাহার করে প্রায় ১৫০টি পরিবারকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আক্রার। পাশাপাশি ১১ নম্বর বুথের একজন সিপিএম কর্মী বেশ কিছু পরিবারকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন”, জানিয়েছেন দেবাশিসবাবু।