উইম্বলডনে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ভেনাস উইলিয়ামস ও এলিনা সোয়াইতোলিনার। পাঁচ বারের চ্যাম্পিয়ন ভেনাস এবার উইম্বলডন খেলবেন ওয়াইল্ড কার্ডের সুবাদে। নিজের ২৪তম উইম্বলডন খেলতে নামবেন ভেনাস। তিনি ছাড়াও অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের কর্তারা ওয়াইল্ড কার্ড দিয়েছেন প্রাক্তন ফাইনালিস্ট সোয়াইতোলিনাকে। উল্লেখ্য, চোটের জন্য গত বছর উইম্বলডন খেলতে পারেননি ভেনাস। রাশিয়ার খেলোয়াড়দের নিষিদ্ধ করার জন্য আগের বার বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেলা হয়নি সোয়াইতোলিনারও। তা ছাড়া তিনি সে সময় অন্তঃসত্ত্বাও ছিলেন। এ বার দু’জনকেই দেখা যাবে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের ঘাসের কোর্টে। আয়োজকদের পক্ষ থেকে তাঁদের প্রতিযোগিতা খেলার আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে ওয়াইল্ড কার্ড।
প্রসঙ্গত, ক্রমতালিকায় দু’জনেই অনেক নীচে নেমে যাওয়ায়, ভেনাস ও সোয়াইতোলিনার পক্ষে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ ছিল না। ২০২১ সালের উইম্বলডনের পর কয়েক দিন আগে প্রথম ঘাসের কোর্টে কোনও ম্যাচ জিতেছেন ভেনাস। বার্মিংহামের রোথেসে ক্লাসিকে ক্যামিলা জিয়োর্গিকে ৩ ঘণ্টা ১৭ মিনিটের লড়াইয়ে হারিয়েছেন। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলার সুযোগ পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তিনি। ওয়াইল্ড কার্ড পেয়ে উইম্বলডন খেলবেন ব্রিটেনের কেটি বোল্টার, জোডি বারেজ, হ্যারিয়েট ডার্ট, কেটি সোয়ান, হেথার ওয়াটসন। গত মাসেই নিজের প্রথম ডব্লিউটিএ খেতাব জিতেছেন কেটি বোল্টার।