জগদীপ ধনকর রাজ্যপাল থাকাকালীনই রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিয়োগ করতে সচেষ্ট হয়েছিল রাজ্য সরকার। যার প্রক্রিয়া এখনও চলছে। মমতার পথ অনুসরণ করতে দেখা গিয়েছে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও। এবার বাংলার পথে হাঁটল পাঞ্জাব সরকারও। রাজ্যপালের বদলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীই হবেন সে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। সেই বিলই এবার পাশ করল পাঞ্জাব সরকার।
গত ২০ জুন পঞ্জাব বিধানসভায় পেশ করা হয় পাঞ্জাব ইউনিভার্সিটিস ল’জ অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৩। শিরোমণি অকালি দল ও বিএসপির একমাত্র বিধায়কও বিলটিকে সমর্থন জানান। উল্লেখ্য, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কিছুদিন ধরেই রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সঙ্গে আপ সরকারের টানাপোড়েন চলছিল। বিল প্রসঙ্গে আলোচনায় বাংলার এই সংক্রান্ত বিলের কথা উল্লেখ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। একই পথ কেরালা সরকার ডিসেম্বরে আইন পাশ করেছিল।