শুক্রবারের বিরোধী দলগুলির মহা-সম্মেলনের জন্য সেজে উঠেছে পাটনা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে কম-বেশি সব দলই পার্টির নেতাদের ছবি সম্বলিত পোস্টার-ব্যানার টাঙিয়েছে। তবে সব দলকে ছাপিয়ে গিয়েছে আম আদমি পার্টি। পাটনার রাস্তায় বিশাল কাটআউট বসেছে দিল্লির মুখ্যমন্ত্রীর। নিচে লেখা ‘দেশ কি লাল, কেজরিওয়াল।’
বৃহস্পতিবার পাটনা পৌঁছে গিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। দুপুরে পৌঁছাবেন কেজরিওয়াল। পাটনা পৌঁছচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যার মধ্যেই সব নেতা, মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন বিহারের রাজধানীতে।
এখনও পর্যন্ত ঠিক আছে কংগ্রস, তৃণমূল, জেডিইউ, আরজেডি, এনসিপি, আপ, সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিএম, সিপিআই, -সহ প্রায় দেড় ডজন পার্টির প্রতিনিধি বৃহস্পতিবারের বৈঠকে যোগ দিতে চলেছেন। বৈঠকের আহ্বায়ক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সব দলকেই নেতৃস্থানীয়দের বৈঠকে পাঠাতে অনুরোধ করেছেন।
নরেন্দ্র মোদীর বিগত নয় বছরের শাসনে এই প্রথম বিরোধী দলগুলি বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এক টেবিলে বসতে চলেছে। এর আগে বিরোধী নেতারা বিভিন্ন সময়ে এক মঞ্চে হাত ধরাধরি করে দাঁড়িয়েছেন। কিন্তু গঠনমূলক আলোচনা হয়নি। বোঝাপড়া নিয়ে এমন বৈঠকেরও নজির নেই। যদিও নেতারা ঘরোয়া আলোচনায় কাছাকাছি আসার কথা বলেছেন নানা সময়ে।