আজ থেকে রাজ্যের সব জেলায় পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আপাতত ৮ দিনের পরিকল্পনা করা হয়েছে তৃণমূলের তরফে। কলকাতার বুকেও চলবে জোরকদমে প্রচার। নেওয়া হয়েছে অভিনব সব কৌশল।
গ্রামের ভোটে মহানগরীও পাশে। এই ভাবনাকে হাতিয়ার করেই শিয়ালদা, হাওড়ার মতো বড় রেল স্টেশনগুলিতে অভিনব প্রচারের পরিকল্পনা নেওয়া হয়ে বলে খবর। জনসংযোগ চলবে নিত্যযাত্রীদের সঙ্গে। দলের বিভিন্ন স্তরের নেতারা থাকবেন প্রচারে। সেই নেতারা গ্রামসভার বৈঠকও করবেন। পাশাপাশি যে সমস্ত এলাকায় সমস্যা রয়েছে, যাবেন সেখানেও। করবেন জনসভাও।
বৃহস্পতিবার থেকেই মেগা প্রচারে নামছেন তৃণমূলের ৫৮ নেতা। নবজোয়ারের ধাঁচেই হবে জনসংযোগ। অন্যদিকে সকাল-বিকাল প্রচার চলবে হাওড়া ও শিয়ালদহ থেকেও। সকালে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত স্টেশনগুলিতে চলবে প্রচার। সন্ধ্যায় প্রচার চলবে ৬টা থেকে ৯টা পর্যন্ত। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে এই কর্মসূচি।
সকালের প্রচারে মূলত জাগো বাংলা বিক্রি, লিফলেট, মানুষের কথা শোনা হবে। পাশাপাশি কেন তৃণমূলকে ভোট দেওয়ার প্রয়োজন রয়েছে সে কথাও বোঝানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়ালদহের সভায় থাকবেন শশী পাঁজা। সকালের কর্মসূচিতে থাকবেন কুণাল ঘোষ, সোহম চক্রবর্তীর মতো নেতারা। বৃহস্পতিবারের পর শিয়ালদহে আবার জুলাইয়ের গোড়ায় দুদিন হবে প্রচার হবে বলে জানা যাচ্ছে। কিন্তু, হাওড়ায় কবে প্রচার চলবে সে বিষয়ে বিশদে জানা যায়নি।