‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর ‘দ্য কেরালা স্টোরি’—সিনেমা জগতের থেকেও হালে রাজনীতিতেই বেশি সাড়া ফেলা সিনেমা দুটির বিষয় বস্তুর সঙ্গে বিজেপি-সহ হিন্দুত্ববাদীদের অ্যাজেন্ডার হুবহু মিল
ভোটমুখী মধ্যপ্রদেশে শাসক দল বিজেপিকে নিশানা করতে প্রধান বিরোধী দল কংগ্রেস সেখানে রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে ‘ওয়েব সিরিজ’ তৈরি করছে। রাজ্য কংগ্রেসের তরফে বুধবার ভুপালে জানানো হয়েছে, বিজেপির শিবরাজ সিং চৌহান সরকারের সময়ে হওয়া ২২৫টি দুর্নীতি এবং আরও নানা অনাচারের ঘটনা নিয়ে তারা ওয়েব সিরিজ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ২৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ সফরে যাবেন। ওইদিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ওয়েব সিরিজের একাংশ রিলিজ করবে।
ওই দিন একটি প্রতীকি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতেও ওয়েব সিরিজের সিডি তুলে দেওয়া হবে। বলাই বাহুল্য দলের কেউ সেদিন নরেন্দ্র মোদী সেজে মঞ্চে হাজির হবেন।
রাজ্যস্থান, ছত্তীশগড় এবং তেলেঙ্গানার সঙ্গে মধ্যপ্রদেশেও আগামী নভেম্বরে বিধানসভা নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। এরমধ্যে রাজস্থান ও ছত্তীশগড়ে কংগ্রেস ক্ষমতায়। আগের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলেও দেড় বছরের মাথায় বিধায়ক ভাঙিয়ে বিজেপি ক্ষমতা কেড়ে নেয়। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন শিবরাজ।