গোষ্ঠীহিংসায় জ্বলছে মণিপুর। এর মধ্যেই সম্প্রতি কুকি জঙ্গিদের সঙ্গে গোপন বৈঠক করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই অভিযোগ করেছে আসাম কংগ্রেস। জঙ্গিদের সঙ্গে গোপন আঁতাতের দায়ে জাতীয় নিরাপত্তা আইনে হিমন্তের গ্রেফতারির দাবি তুলেছে কংগ্রেস নেতৃত্ব।
গত এপ্রিল মাস থেকে জনজাতি সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে শতাধিক জনতার। আগুন ধরিয়ে ভস্মীভূত করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি। হিংসা থেকে রেহাই পাননি সেনা জওয়ানরাও। বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর সফর করলেও সেরাজ্যের হিংসা মেটেনি। এই পরিস্থিতিতে অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বোরঠাকুর গোস্বামী সম্প্রতি অভিযোগ করেন, গত রবিবার গোপনে গুয়াহাটি এসেছিলেন কুকিদের ১৭ জঙ্গি সংগঠনের যৌথ মঞ্চ কেএনও এবং আটটি কুকি সংগঠনের যৌথ মঞ্চ ইউপিএফের চার শীর্ষ নেতা। তাঁদের সঙ্গে গোপন বৈঠক করেছেন হিমন্ত।
বিজেপির সঙ্গে কুকি জঙ্গি গোষ্ঠীর গোপন আঁতাতের অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ২০১৭ সালে বিজেপিকে সাহায্য করেছিল ওই জঙ্গি গোষ্ঠী। এর পরিপ্রেক্ষিতে হিমন্তকে গ্রেফতারির দাবি তোলেন মীরা। কংগ্রেস নেত্রী রাজ্যের ডিজিকে এই মর্মে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন।