রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই এক দফায় ভোট। আর তার আগেই পাহাড়ে একলাফে অনেকটা এগিয়ে গেল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তারা শুরুতেই ৫১টি গ্রাম পঞ্চায়েত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে। পাশাপাশি ন’টা পঞ্চায়েত সমিতির আসনেও জয় পেয়েছে বিনা লড়াইয়ে। ফলে শুরুতেই এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে পড়ল বিজেপির ‘রামধনু’ জোট।
প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার সময়ই বেশ কিছু আসনে জয় পেয়ে যায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এরপর মনোনয়ন প্রত্যাহারের পালা মিটতেই সেই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়ে গেল। দার্জিলিং ও কালিম্পং মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে তারা ৫১টি আসনে জয় পেয়েছে। তার মধ্যে দার্জিলিং জেলায় ৪০ ও কালিম্পং জেলায় ১১টি। উল্লেখ্য, দার্জিলিং জেলায় ৭০টি গ্রাম পঞ্চায়েতের মোট ৫৯৮টি আসন রয়েছে। আর কালিম্পংয়ে রয়েছে ৪২গ্রাম পঞ্চায়েতের মোট ২৮১টি আসন।
এছাড়া দার্জিলিং জেলার পঞ্চায়েত সমিতির ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে পেয়েছে অনিত থাপারা। অন্যদিকে, দার্জিলিংয়ে ৫টি পঞ্চায়েত সমিতিতে রয়েছে ১৫৬টি আসন। কালিম্পংয়ে ৪ পঞ্চায়েত সমিতিতে রয়েছে ৭৬টি আসন। আর এতেই চাপ বেড়েছে বিরোধী শিবিরে। তারা কীভাবে এটা সামাল দেবে সেই কৌশল তৈরি করতে কার্যত হিমশিম খাচ্ছে। কারণ পাহাড়ের বাসিন্দারা বুঝে গেলেন জোট করেও সব আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। ভোটে স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়বে।