কড়া পদক্ষেপের পথে কলকাতা পুলিশ। এবার মহানগরীর নিরাপত্তা-ব্যবস্থা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল লালবাজার। নজরদারি বৃদ্ধিতে কলকাতার বড় বড় রাস্তাঘাট-সহ বেশ কিছু এলাকার অলিগলিতেও প্রায় পাঁচ হাজার সিসি ক্যামেরা বসতে চলেছে। এই উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল বিভাগ। এরফলে শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া কোনও ঘটনা সঙ্গে সঙ্গে ক্যামেরার মাধ্যমে ট্রাফিক গার্ডগুলি লাইভ দেখতে পাবে। এমনকী শহরের থানাগুলিও সরাসরি এই ফুটেজ দেখতে পাবে। এতে ট্রাফিক ম্যানেজমেন্ট ও অপরাধ দমনের কাজ আরও সহজ হয়ে উঠবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। বুধবার লালবাজারে এই সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক বসেছিল। তাতে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক সূত্রে খবর, নির্ভয়া প্রকল্পের আওতায় ওই সিসি ক্যামেরাগুলি বসানো হচ্ছে। বিষয়টি নিয়ে গত কয়েকমাস ধরেই ভাবনাচিন্তা চলছিল। শহরের বিভিন্ন থানা ও ট্রাফিক গার্ডকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল, তাদের এলাকায় কোথায়, কত ক্যামেরার প্রয়োজন।
প্রসঙ্গত, প্রতিটি থানা ও ট্রাফিক গার্ড থেকে একজন করে নোডাল অফিসারকে (সার্জেন্ট বা সাব ইনসপেক্টর) এই হিসেব জমা দেওয়ার দায়িত্ব দিয়েছিল ট্রাফিক কন্ট্রোল বিভাগ। সেই নির্দেশ অনুযায়ী থানা ও ট্রাফিক গার্ডগুলি প্রয়োজনীয় ক্যামেরার সংখ্যা ও বসানোর জন্য নির্দিষ্ট স্থান উল্লেখ করে একটি তালিকা তৈরি করে। তা পাঠানোর পর খতিয়ে দেখেন সংশ্লিষ্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন আধিকারিক। অবশেষে বুধবার এই তালিকা জমা দেওয়ার জন্য লালবাজারে বৈঠক ডাকে ট্রাফিক বিভাগ। সেখানে প্রতিটি থানা ও ট্রাফিক গার্ডের তরফে সেই তালিকা জমা দেওয়া হয়। এই বৈঠকটির পর লালবাজারে উচ্চপর্যায়ের আধিকারিকদের নিয়ে আরও একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (ট্রাফিক), ডিসি ট্রাফিক-সহ অন্যান্য আধিকারিকরা। জানা গিয়েছে, ওই বৈঠকেই শহরজুড়ে প্রায় পাঁচ হাজার ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিসি ক্যামেরার তালিকাও জমা পড়েছে লালবাজার ট্রাফিক বিভাগে। আপাতত তা অনুমোদনের জন্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ এক কর্তা জানিয়েছেন, এর আগেও শহরের বিভিন্ন এলাকায় ও বড় রাস্তায় নির্ভয়া প্রকল্পের মাধ্যমে তিন হাজার ক্যামেরা বসানো হয়েছিল। এবার আরও পাঁচ হাজার সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে। এবিষয়ে কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মূলত শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যেমন বাইপাস, ডায়মন্ডহারবার রোড, স্ট্র্যান্ড রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের যে অংশ সিসি ক্যামেরার আওতায় নেই, নতুন ক্যামেরাগুলি সে সব জায়গা কভার করবে। পাশাপাশি অপরাধ দমনে ও অপরাধী চিহ্নিতকরণের কাজে সুবিধার জন্য শহরের অধিকাংশ অলিগলি ক্যামেরার নজরদারির অধীনে আনতে তৎপর কলকাতা পুলিশ।