রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই এক দফায় ভোট। আর তার আগেই দিকে দিকে ফুটতে শুরু করেছে জোড়াফুল। এবার যেই ভাঙড়-১ ব্লকে সবথেকে বেশি অশান্তি দেখা গিয়েছিল, মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে সেখানকার পঞ্চায়েত সমিতি দখল করে নিল তৃণমূল। ভাঙড়-১ পঞ্চায়েত সমিতিতে মোট নমিনেশন জমা পরেছে ৩০টি। এর প্রত্যেকটিই শাসক দলের। আইএসএফ-সহ অন্যান্য বিরোধীরা কেউই প্রার্থী দেয়নি।
আবার, ভাঙড়-১ গ্রাম সংসদেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে তৃণমূল। ২২৩টি গ্রাম সংসদ আসনে তৃণমূলের ২৩১টি নমিনেশন জমা পড়েছে। আর আইএসএফের তিনটি এবং সিপিএমের একটি মনোনয়ন রয়েছে। জেলা পরিষদে সাতটি আসনের মধ্যে তৃণমূল প্রার্থী দিয়েছে তিনটি আসনে। বিজেপি দু’টি আসন এবং এসইউসিআই ও সিপিআই প্রার্থী রয়েছে একটি করে আসনে। অন্যদিকে, ভাঙড়-২ ব্লকের মনোনয়ন নিয়ে ইতিমধ্যেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে নির্বাচন কমিশন। কারণ, রাজ্যের শাসকদল অভিযোগ জানিয়েছে, নির্ধারিত সময় দুপুর তিনটে পেরিয়ে যাওয়ার পরে সেখানে জোরজবরদস্তি আইএসএফ নমিনেশন দাখিল করেছে।