ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে লক্ষ্য করে গুলি। তবে অল্পের জন্য তিনি রক্ষা পান বলে জানা গেছে। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার মুক্তারপুর মোড়ে এই ঘটনায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়।
জানা যায়, রাতে নির্বাচনী প্রচার সেরে মুক্তারপুর মোড়ে বসে আলোচনা করছিলেন। সেই সময় জঙ্গলের দিক থেকে ইসলামপুর থানা রানীনগর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী মোস্তফা সরকারকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি ছোড়া হয়। এই ঘটনায় সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।
রাত থেকেই ব্যপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। অন্যদিকে ব্লক সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।