বাংলায় বসবাসকারী অনগ্রসর শ্রেণিভুক্ত বা ওবিসিরা রাজ্যে স্বীকৃত হলেও, তাঁদের একটা বড় অংশই কেন্দ্রীয় সরকারের তালিকার বাইরে রয়েছেন। ফলে কেন্দ্রীয় সরকারি চাকরি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসি সংরক্ষণের সুযোগ তাঁরা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে তাঁদের জন্য বড় পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকার। নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের ওবিসি শ্রেণিভুক্তদের আর্থিকভাবে পিছিয়ে পড়া বা ইডব্লিউএস হিসেবে সংরক্ষণের সুযোগ করে দেওয়া হবে। তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া হিসেবে চিহ্নিত হওয়ার জন্য যে সব মাপকাঠি থাকা প্রয়োজন, সেটা তাঁদের থাকতে হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে এবার থেকে কেন্দ্রীয় সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য ওবিসিরা ইডব্লিউএস সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের ওবিসি তালিকায় এখনও পর্যন্ত ১৭৯টি জাতি অন্তর্ভুক্ত হয়েছে। ওবিসি ‘এ’ এবং ‘বি’ শ্রেণিতে এই জাতিগুলি রয়েছে। ওবিসি এ-র মধ্যে ৮১টি এবং ওবিসি বি-তে ৯৮টি জাতি আছে। রাজ্যের সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৭ শতাংশ ওবিসিদের জন্য সংরক্ষিত থাকে। এর মধ্যে ওবিসি এ-র জন্য সংরক্ষিত ১০ শতাংশ। ৭ শতাংশ সংরক্ষিত ওবিসি বি তালিকাভুক্তদের জন্য। কেন্দ্রে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের ওবিসি সংরক্ষণের সুবিধা যে সব জাতি পাবে, তার পৃথক তালিকা আছে। ওই তালিকায় এখনও পর্যন্ত রাজ্যের ৯৯টি ওবিসি জাতি আছে। রাজ্যের বাকি ৮০টি ওবিসি জাতিভুক্তরা কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের সুবিধা পাচ্ছেন না।
এই জাতিগুলিকে কেন্দ্রীয় তালিকায় অর্ন্তভুক্ত করতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকারকে একাধিকবার জানানো হলেও, কাজ হয়নি। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নেয়, রাজ্যের অনগ্রসর কন্যাণ দফতর থেকে ইডব্লিউএস সংরক্ষণ সংক্রান্ত গাইডলাইনের সংশোধন করা হবে। সেই মর্মে গত ১৫ মে রাজ্য অনগ্রসর কল্যাণ দফতর থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তির ৯ নম্বর অনুচ্ছেদে কেন্দ্রীয় তালিকায় নাম না থাকা ওবিসিদের জন্য ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু করার কথা বলা হয়েছে। কী ধরনের ফরম্যাটে ওই সার্টিফিকেট ইস্যু করতে হবে, সেটাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে ইডব্লিউএস হিসেবে চিহ্নিত হওয়ার জন্য যে সব আর্থিক পরিস্থিতি জনিত মাপকাঠি আছে সেগুলি ওবিসিদের থাকতে হবে।