এবার মালদা জেলা পরিষদের ৪৩ নম্বর আসনে মনোনয়নপত্র পেশ করেছিলেন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দনা। এদিকে মনোনয়ন জমা দিয়েছিলেন তাঁর স্বামী পরিতোষ সরকারও। এই নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হতেই দলের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন চন্দনা। মালদা জেলা প্রশাসনিক ভবনে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি।
চন্দনা বলেন, ‘নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন। তারপরেই আমি মনোনয়ন তুলে প্রত্যাহারের সিদ্ধান্ত নেই। দলের ঊর্ধ্বে কেউ নন।’ অন্যদিকে, চন্দনার স্বামী পরিতোষ সরকার জানান, তাঁর স্ত্রী ভোটে দাঁড়ালেও এর আগে তিনি কখনই ভোটে দাঁড়ায়নি। তাঁর কথায়, ‘আমার স্ত্রী ভোটে দাঁড়াতো। এবছর দল আমাকে টিকিট দিয়েছে। দলের সিদ্ধান্তেই আমি লড়াইয়ের ময়দানে। আমার স্ত্রী প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন।’